ডা. শফিকুর রহমান বলেন, এনডিএফের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন আসবে এটা আমার বিশ্বাস। চিকিৎসকদের মধ্য থেকে কিছু মানুষকে গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। কারণ, গবেষণার বিকল্প নেই। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়না।
প্রায় তিন যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন হলো গাইবান্ধা জেলায়। আমীরে জামায়াতের আগমন উপলক্ষে শহরের কয়েকটিস্থানে ও মোড়ে গেইট বানানো হয়। কনকনে শীতের ঠাণ্ডা উপেক্ষা করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে দলে দলে কর্মীরা ছুটে আসেন সম্মেলনস্থলে।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির স্বার্থে নির্বাচনের জন্য ধৈর্য ধরতে হবে। আমরা সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষাও করতে চাই না।